যেভাবে ঘুণপোকারা বেঁচে থাকার অধিকার পায়

তুমিও মানুষ!
পুড়ে যাওয়া রূপালি ঠোঁটে কেমন করে ধরে রেখেছো জ্বলন্ত সিগারেট
প্রাপ্তবয়স্ক মস্তিষ্কের বিকৃতি ঘটিয়ে গৃহহীন ভিখারীর মত করে
আঁধারের বেশ্যার কাছে মাথা নত করে খোঁজো রাতের আশ্রয়
নোংরা ঠোঁটে নির্লজ্জের হাসি দিয়ে একাকী হেঁটে যাও নিশুতি রাতে
মাটিতে এখন ঘাসফুল নেই বেজন্মা নোংরা পায়ের দূরবৃত্তায়নে মরে গেছে।
তুমিও মানুষ!
বেয়োনেটের খোঁচায় খোঁচায় কেমন করে তুলে ফেলছো মানবিক অনুভূতি
তৃষিত রাতে মৌন সুখে কার অঙ্গের ভাঁজে লাগিয়ে দাও ফাগুনের আগুন
ক্ষমতার দাম্ভিকতায় ঘুণপোকাদের দিয়েছো বেঁচে থাকার অধিকার।
তুমিও মানুষ!
ভাবতে অবাক লাগে আমার।

 

0 মন্তব্যসমূহ