মৌনতার কবিতা

প্রশ্ন করে কথার মিছিল বাড়াতে চাই না, দীর্ঘ করতে চাই নাই রাতের আসর
জলের মতই নিঃশব্দে চলে যেতে চাও, জলেরও তো নিজস্ব ভাষা আছে
কেউ শোনে না বলেই বোবা মানুষের মতন আপন মনে বয়ে চলে
মিছে নয় জন্মের আহ্বান ভুলে যাও পরাবাস্তবতার প্রেম
কর্ষিত ভূমি উর্বরা করতে বৃষ্টির দেবতাকে আমি ভিজতে বলেছি
আমার যাত্রানাস্তি করেছে যে দুরাত্মা খুনি তার ক্ষমা নেই
বৈতরণী নায়ে পাড়ি দিবো মহা আটলান্টিক নদী
মিথ্যের দেয়ালে আটকানো যায় না সূর্যরশ্মি, আত্ম অহমিকার দহনে
পুড়ে যায় সত্যবচন, পুণ্যের হিসেব।
মেঘে মেঘে বেলা অনেক দূর গড়িয়েছে পরাজয়ের জলে ভরিয়েছি দুই হাত
ঠোঁটের ফাঁকে আঁধার দেখে নিস্পৃহ হয়েছে জোনাক পোকার দল
কথা তো অনেক হয়েছে, মুখর ঝাঁঝালো মিছিল হয়েছে, মৌন মিছিলে স্তব্ধ হয়েছে শহর
তবু শবযাত্রা ও বৃষ্টি ভেজা কান্না বন্ধ হয়নি আজও।

 

0 মন্তব্যসমূহ