জেগে উঠুক মানবতা

বিপরীত রংয়ে আঁকা বাঁকা পথে হেটে হেটে ক্লান্ত মানুষেরা
জীবনের ভাঙ্গা আয়নায় বৃথা দেখার চেষ্টা করে সুখের প্রচ্ছদ
চারদিকে কেবল শূন্যতার হাহাকার, না পাওয়ার আর্তনাদ
ভেজা তোয়ালের মত শান্তি প্রিয় মানুষের বুকে এখন দুঃখের ট্রাফিক জ্যাম
শান্তি নেই কোথাও আফ্রিকা থেকে এশিয়া সব খানেই পচে যাওয়া লাশের মিছিল
ধরণী পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়, কূম্ভকর্ণের মত ঘুমিয়ে গেছে সভ্যতা
ঈশ্বরের শরীরে কোন শয়তান যেন বসিয়ে দিয়েছে বিষাক্ত নখের আঁচড়
শুভ বোধের ঈশ্বর তাই হয়ে গেছে বোবা পাগল
পূঁতিগন্ধময় পৃথিবীতে শান্তির বাতাস নেই
অগ্নি বৃষ্টিতে কলংকিত হয়ে গেছে মানবিক বোধ
বীভৎস বোমার আগুনে পুড়ে গেছে পৃথিবীর মুখ
মানুষ! তোমার ঘুম ভাঙ্গবে কবে
কফিনের ডানা খুলে কবে বের হবে তোমার সফেদ মানবতা।

 

0 মন্তব্যসমূহ