মানবিক বোধ

বাঁকা চোখের চাহনীতে ধীরে ধীরে খুলে যাচ্ছে বিশ্বাসের পরিচ্ছদ
অবিশ্বাসী বন্ধু আমার আমিও তোমার মত করে সাবলীল ভাবে
পাড়ি দিতে চেয়েছি দূর্গম হিমালয়ের পথ।
অথচ শূন্যতার দীর্ঘশ্বাসে ছেয়ে গেছে কাল বোশেখির মেঘ
আমার আর যাওয়া হয়নি ঘর ছেড়ে দু’পা ফেলে বাহিরে
অদ্ভুত মোহে জন্মান্ধ হয়ে পড়ে আছে মানুষের বিবেক।
ধর্ষণ, লাশের মিছিল, খুন, নির্যাতন-নিপীড়নের সংবাদ ছাড়া
এখন আর পত্রিকার কাটতি বাড়ে না
বেহিসাবি দেনার ভারে যখন জর্জরিত হয়েছে মানবিক বোধ।

0 মন্তব্যসমূহ