জনতার মিছিলের সাথে আছি

অন্ধকারে ভিজে যাচ্ছে নগ্নদেহ
অস্থির সময়ে হারিয়ে যাচ্ছে মানবিক বোধ
মুহুর্মূহু সর্বগ্রাসী ধাক্কায় ভেঙ্গে গেছে বুকের পাঁজর।
তোমাদের দলে ভীড়ে মানুষ হতে চেয়েছি মাত্র
অথচ বিচিত্র খিস্তি-খেউর করে আমায় অনাকাঙ্ক্ষিত বিসর্জন দিলে গঙ্গার জলে
সংলাপের নামে বেহুদা বাক্য ব্যয় করে গড়েছো কথার প্রাসাদ।
আমি বুঝেছি পরিত্যাক্ত নোনা পানির মতই অপবিত্র হয়ে গেছে তোমাদের দেহ
মানুষ মরলেও তোমরা প্রতিযোগিতায় মেতে ওঠো নর্দমার অশালীন কীটের মত।
তোমাদের দলে ভীড়ে আর মানুষ হতে চাই না
আমি জনতার কাতারে দাঁড়িয়ে যাই তাদের চোখের জলের সাথী হতে।

0 মন্তব্যসমূহ