নাটকের শেষ দৃশ্যপট

সম্মোহন বিদ্যা আমার জানা নেই তাই তোমার প্রত্যাবর্তনের আশা ছেড়েই দিয়েছি
যে ভুল পথে তুমি ডেকে গেছো আমায় সে পথে আজও চলেছি ঠোঁটে নিয়ে অতৃপ্তের হাসি
শপথের মিথ্যে বাড়াবাড়িতে এখন মুখোশ পড়ে ঘুরে বেড়াও আঁধার রাতের পেঁচার মত
বিলাসী প্রেমের আশায় আমায় ভুলে সকালের আয়না দেখে সাজো তুমি রাজকন্যার সাজ
ঘুম জাগা দু’চোখে দেখো অলীক স্বপ্নের রাজপ্রাসাদ।
মনে রেখ, মেঘেরা নীল আকাশ দখলে নিলেও অবিরত কান্নায় ঝরে ঝরে নিজেই সরে পড়ে।
প্রতিটা নাটকের যেমন রয়েছে শেষ দৃশ্যপট তেমনি প্রকৃতির নির্মম খেলায়
একসময় মানচিত্রের নকশাও পরিবর্তীত হয়ে যায়।
ভঙ্গুর বিশ্বাসের লাঠিতে ভর করে আমি আজও দাঁড়িয়ে আছি
তোমার মত কুশীলবের শেষ দৃশ্য দেখার আশায়।

0 মন্তব্যসমূহ