মেয়ে তুমি নদী হও

ভিজে যাওয়া রাত্রির চিবুক বেয়ে নেমে আসে নিশাচরী কষ্টের নহর
মেঘের মৌনতায় বাড়ে শুধু দীর্ঘশ্বাসের সুতো
আঁধার রাত্রির পেয়ালায় ডুবে মরেগেছে ইচ্ছে পূরণের দিনগুলো
প্রণয়ের দুর্ভোগে জীবন-প্রদীপ যাচ্ছে নিভে
কি গান গাও হে মাঝি রাত্রির বুক চিরে বের হয় লুসিফার দীর্ঘশ্বাস।
তবুও হারতে জানে না পুরুষ…………..
সন্ন্যাসী নয় সংসারী হতে চেয়েছি বোধের আঙ্গুল গুনে গুনে
বুকের অলিন্দে জমিয়ে রেখেছি শিশিরের সুখ।
মেয়ে, জলের সিঁড়ি বেয়ে এবার তুমি নদী হয়ে ওঠো
মাছরাঙাদের মতো সমুদ্র স্নান শেষে চৈত্রের রাতে
সুপ্ত মনের কোমল ভালোবাসায় শান্তির পরশ দেব বুলিয়ে।

0 মন্তব্যসমূহ