আগুনে পুড়ে পবিত্র হই

এসো বন্ধু এসো, অপেক্ষার আগুনে পুড়ে আর একবার সিদ্ধ হই
বিউগলের করুণ সুর ঝেড়ে ফেলে দিয়ে সমুদ্র থেকে তুলে আনি শিকারী মাছের চোখ
ভবিষ্যৎ গিলে খাবে বলে যারা হা করে তাকিয়ে আছে
চোখ অন্ধ করে দিয়ে ভেঙ্গে দিয়ে যাই কূম্ভকর্ণের ঘুম।
পচে যাওয়া শরীরে ধরিয়ে দেই শীতার্ত আগুন
পুড়ে যাক কামনামাখা মুহুর্তগুলো, মরে যাক পরগাছা জীবন।
এসো বন্ধু এসো, কেটে ফেলি দীর্ঘশ্বাসের সুতো
বিবাগী বাতাসে উড়িয়ে দেই কষ্টমাখা ধূলো
উপর্যুপরি চুমুর আলিঙ্গনে রচনা করি জোড়া শালিকের সুখ
কালের যাত্রায় এঁকে দেই মানবতার পদচিহ্ন।

0 মন্তব্যসমূহ