প্রত্যাশার ভালোবাসা

আমিও তো পুরুষ
আমারও তো লোভ হয় তোমার ঠোঁটে রাখি তৃষিত দুই ঠোঁট
ঘামে ভেজা বিশ্বাসগুলো জমা রাখি হাতের মুঠোয়
প্রথাবিদ্ধ ভালোবাসার বন্ধন ভেঙ্গে দিয়ে পান করি মৃত্যুসুখ
গড়িয়ে পড়া অপরাহ্নে বুকে এসে লাগুক প্রজাপতির মৃদু স্পন্দন
আবেগী চাহনীতে ঝরে পড়ুক কৃষ্ণপক্ষের শেষ অমানিশার রাত
বর্ষা গেল, শরৎ গেল বসন্তটাও যাচ্ছে চলে নিজের নিয়মে
আসছে শীতে দাবানল ঠোঁটের উষ্ণতায় চনমনে করে রাখবো তোমাকে।

 

0 মন্তব্যসমূহ