একাকী একটি হাঁস

মাতাল ভোরে জীবনের খেই হারিয়ে বানের জলে ভাসতে ভাসতে সঙ্গী ছাড়া একাকী একটি হাঁস বেদনার নদীর সাথে গড়ে তোলে বহতা সংসার। বয়ঃ বৃদ্ধ ধ্যানী নদীটির সাথে সন্ধ্যা রাতে জলজ মায়ায় পড়ে বুকে নিয়ে ঘোরে আজন্ম তৃষ্ণা। এঁটো পুকুর ছেড়ে একমুঠো সুখের আশায় নেমে পড়ে অথৈ সমুদ্রে। মোহবিদ্ধ মায়ায় পড়ে ভুলে গেছে গন্ধ ভরা পুকুরের মাটি, শামুক-ঝিনুকের স্বাদ, খুকির তৈ তৈ ডাক, সন্ধ্যা বেলায় দল বেধেঁ ঘরে আনন্দে ঘরে ফেরার স্মৃতি। যুগল জন্মের স্মৃতি, শাদা পালকের নিচে উষ্ণ মাংস, মানুষের লোভাতুর দৃষ্টি সব ভুলে এখন সে এক শাশ্বত নাবিক। নদীর সাথে তার গভীর মিতালী।
 

 

0 মন্তব্যসমূহ