অপরিচিত মানবী

তোমার সরল অংকের ফাঁদে আটকে গেছে পা
উত্তরসূরীরা অন্ধ আশায় আজো আছে বসে
শূণ্য হাতে আর কতক্ষণ অপেক্ষা করা যায়।
রাত্রীর বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে ক্যাঙারুর দল
পরাজিত আলোর মাঝে অবহেলায় পড়ে থাকে সভ্যতার তেজি ভ্রুণ।
আমরা জানি ভোগের জন্য রাত্রির প্রয়োজন অধিক
বিবর্ণ সকালের পটভূমিতে জেগে ওঠে বেশ্যার দল
অপরিচিত মানবী মনে করে তাদের আঁধারের দিকে ঠেলে দিই
পরের দিন আবারো সরল অংকের ফাঁদে পা দিব বলে।

0 মন্তব্যসমূহ