বিবাহ, অতঃপর….

ঠোঁটের কার্ণিশ জুড়ে বেড়ে যায় ভালোবাসার আনাগোনা
……………………………………………….অতৃপ্ত মন
মস্তিষ্ক জুড়ে নিউরনের প্রবাহ বেড়ে যায় দ্বিগুন
………………………………………………রাতের উত্তেজনায় নেচে ওঠে শরীর
শকুনি দৃষ্টি মেলে দেয় কামার্ত দু’চোখ।
আনকোরা দু’হাত সহসাই হয়ে ওঠে সব্যসাচী
জ্যোৎস্নাভেজা প্রেমিক যুগল বেআব্রু নয়নে চেয়ে থাকে পরস্পর
যেন যুগ যুগ ধরে পরিচয়, আছে চেনা জানা।
দুজন সাক্ষী, কিছু আনুষ্ঠানিকতা ব্যস হয়ে গেল
………………………………………তারপর……
……………………………………………………..দিন…..
………………………………………………………………মাস…. ………………………………………………………………………..বছর…..
অভিন্ন সত্তায় বেড়ে ওঠে দুটি হৃদয়।

0 মন্তব্যসমূহ