মহাকালের কাছে আবেদন

কোথায় পালিয়ে যাচ্ছো দিকভ্রান্ত মহাকাল
আর একটু দাঁড়াও, শুনে যাও কিছু মানুষের দুর্বোধ্য জীবনের প্যাচাল।
জীবন জুয়ায় হারিয়ে গেছে ভবিষ্যতের আশা
ভুল সুরে আজও বেজে যাচ্ছে নিত্য দিনের বাঁশি
কষ্টমাখা দুপুর বেলায় স্মৃতির উদ্যানে রাখা দুঃখগুলো ওষ্ঠপুটে রাখি।
যাবেই যদি চলে আমার শরীরে লেপ্টে থাকা সুখের জলরং নাও খুলে
জীবনের ক্যানভাসে দেখা স্বপ্নের ঘোড়াটিকে উল্টো পথে নাও টেনে।

0 মন্তব্যসমূহ