বিবেকের ক্ষত

ডানা ভাঙ্গা রোদের ঠোকরে ক্ষত হয়েছে বিবেকের স্বাধীনতা
নীতির হস্ত এখন কলমের খোঁচায় তুলে আনে অবৈধ সুখ
দ্রোহের দহনে জরায়ু ছিঁড়ে জন্ম নিয়েছিল যে সত্যবালক
বিবস্ত্র রাত্রির আঁধারে কামের আগুনে পুড়ে করে চলে এখন মাস্টারবেশন।
আমরা কত্ত বড় বোকা
ফাগুনের দিনে আগুন লাগিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি অশুভ প্রেত্মামা
বদ্ধ জলে মাছ শিকার করে ভাবি হয়ে গেছি বড় শিকারী।
বিবেকের ক্ষত আর শুকায় আরও দগদগে ঘায়ের সৃষ্টি হয়
নতজানু হয়ে দেখে জাতির অবক্ষয়।

0 মন্তব্যসমূহ