হাতের তালুর মতো চিরচেনা মানুষগুলো এখন রক্তচোষা জোঁক
অলীক আগুনে পুড়ে যারা হয়েছিল সিদ্ধি সাধু
তাদের এখন জলের মতো সুসময়
স্বর্ণ-সময়ের সঙ্গী হতে কাটে তাদের ব্যস্ত দিনরাত।
মরে যাওয়া নির্লিপ্ত সময়গুলো আঙুলের সহজ ইশারায়
জীবন্ত করে ভাবছো তুমি মস্ত জাদুকর।
আমরা সবই জানি..........
অন্ধকারের দোকান খুলে যারা করে বাজার সদাই
তারাই নাকি এখন স্রষ্টার বিশেষ প্রতিনিধি।
অথচ আমরা তো জানি চীনাজোঁকের কোন ধর্ম থাকে না।
অলীক আগুনে পুড়ে যারা হয়েছিল সিদ্ধি সাধু
তাদের এখন জলের মতো সুসময়
স্বর্ণ-সময়ের সঙ্গী হতে কাটে তাদের ব্যস্ত দিনরাত।
মরে যাওয়া নির্লিপ্ত সময়গুলো আঙুলের সহজ ইশারায়
জীবন্ত করে ভাবছো তুমি মস্ত জাদুকর।
আমরা সবই জানি..........
অন্ধকারের দোকান খুলে যারা করে বাজার সদাই
তারাই নাকি এখন স্রষ্টার বিশেষ প্রতিনিধি।
অথচ আমরা তো জানি চীনাজোঁকের কোন ধর্ম থাকে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন