আশ্চর্যভাবে বেঁচে থাকা আমার

কচুরিপানার মতো তোমার প্রেম ভেসে যাচ্ছে গঙ্গার জলে
পোড়খাওয়া স্মৃতির মাঠ জুড়ে এখন সহসাই জমে ওঠে ইঁদুর-বিড়াল খেলা
ইঁদুরে কাটা ভালোবাসার জন্ম সনদ নিয়ে তোমার পিছে ঘুরে লাভ নেই
আমি জেনে গেছি তোমার দেহের শৈল্পিক ভাঁজ খুলে বুনো মধু খেয়ে যাচ্ছে অচেনা যুবক।
ভালোবাসার কচিচারা খেয়ে সাবাড় করেছে বখাটে অবিশ্বাস
হৃদয়ের পলিমাটি ধুয়ে যাচ্ছে বড় অসময়ের বৃষ্টিতে
বৈরি হাওয়ায় নুয়ে পড়ছে ঠোঁটের কোণে জমা রাখা উষ্ণ চুম্বন।
আমার স্বপ্নের সলিল সমাধি হয়েছে সে দিনই
বিরহের গান গেয়ে যখন উড়ে গেছে জোড়া শালিক পাখি।
কালো মেঘে বৃষ্টি ঝরলেই কি পাথরে ফুল ফোটে?
বড়ই আশ্চর্য লাগে ঠিকানাহীন জীবন নিয়ে আজও বেঁচে আছি বলে।

0 মন্তব্যসমূহ