কেউ কেউ বিদ্রোহী হয়ে উঠুক

কেউ কেউ মানবতার দোকান খুলে বসে পড়ুক
বুনিয়াদি প্রেমের দীক্ষায় খুলে যাক বন্ধুত্বের অসীম দুয়ার
চরমপন্থী নষ্টরা খুঁজে পাক অপার আশ্রয়স্থল
ছন্নছাড়া জীবনে শিউলীর ঘ্রাণ আর পাঁপড়ির স্নিগ্ধতা নিয়ে
কেউ কেউ অহোরাত্রি হেসে বেড়াক খোলা মাঠে
ধ্বংসস্তূপের তলায় জৈবিক বাসনায় জন্ম হোক নতুন টেরাকোটার ইতিহাস
দৃষ্টি সম্মুখে প্রসারিত করে ভেঙ্গে দিয়ে যাক বেসাতি ছড়ানো মিথ্যার লালবাতি
ধর্ষিতা মেয়ের কপালে কেউ কেউ একেঁ দিক ভালোবাসার তিলক
উদয়াস্ত শোক ভেসে যাক বহমান নদীর স্রোতে
যারা দেহকারিগর সেজে রাত-বিরাতে ঘুরে বেড়ায় একটু সুখের আশায়
যাদের নাম থাকতেও পেয়েছে উপাধি টোকাই কেউ কেউ তাদের জন্য
নিয়ে আসুক একটি স্বর্ণালি দিনের সকাল
কংকালসার বুভুক্ষু মানবতা দেখে এবার কেউ বিদ্রোহী হয়ে উঠুক
ভালোবাসার ডালি নিয়ে বসে যাক পথের মাঝে
হাত পাখার বাতাসে শীতল করে দিয়ে যাক তপ্ত ভূমি
ভীরুদের বুকে জ্বলে উঠুক যুদ্ধের আগুন
কেউ কেউ বিদ্রোহী হয়ে উঠুক নজরুলের মত,
চেঙ্গিজ খান, আলেকজান্ডার, গ্রীক বীর হেক্টরের মত
কেউ কেউ মানবতার পতাকা উড়িয়ে চলুক দিনরাত
সাম্যের গান গেয়ে গেয়ে বেড়াক পথে-ঘাটে, প্রান্তরে।

 

0 মন্তব্যসমূহ