বেশ্যা

ওরা যাযাবর রমণী রাতের সাথে সংগ্রাম করে বেঁচে থাকে
আঁধারের রাতছাড়া ঈশ্বর শূন্য জগতে ওদের কোন আত্মীয় নেই
তাদের জলের সংসার সামান্য বৃষ্টিতেই যায় ভাসি
জলমগ্ন শরীরে নোংরা শাড়ি মুখে সস্তা প্রসাধনী মেখে তেলতেলে
হাসি দিয়ে উর্বশী রাতে আদিম লীলায় উঠে মেতে।
অপবিত্র বিরহের সাগরে নাইতে যায় অসময়ে
পেটে ক্ষুধা, কাজ নেই, চারদিকে শুধু শয়তানের লোলুপ দৃষ্টি
শমন এসে গেছে, হিসেবের খাতা খুলে দেখ কতোটুকু আছে দেনা বাঁকী।

 

0 মন্তব্যসমূহ