ভূমিকা

ভূমিকার বাইরেও না বলা অনেক কথা থাকে
সুখ স্মৃতি থাকে, কষ্টমাখা দুপুর থাকে
ক্লান্তি ভরা রাতে একা ডাহুকের সাথী লাগে।
কষ্টরা কেন নষ্ট হয় গর্ভবতী রাতে
হলুদ পাতার মতো দুঃখদের কিভাবে পূর্ণজন্ম ঘটে চৈতালি দিনে
সুখের শালিক কেন দুঃখের গান গায় গলা ছেড়ে
যে চলে গেছে তার জন্যে কেন আজও মন কেঁদে মরে
ভূমিকার বাইরেও অনেক না বলা কথা থাকে।
কিছু কথা বলা যায় না, কিছু কথা বললে বুক ফাটে
কিছু কথা বুঝে নিতে হয় না বলার আগে
চোখের ইশারায় যে কথা বলা হয়
সেটা শুধু প্রিয়জনই বোঝে।

0 মন্তব্যসমূহ