ঝরাপাতার দীর্ঘশ্বাস

আমি শুনেছি ঝরাপাতাদের দীর্ঘশ্বাসের শব্দ
দেখেছি বুক ছিঁড়ে বের হওয়ার হলুদাভ ভালোবাসার ধূসর পথে হেঁটে যাওয়া।
কষ্টের আস্ফালনে পোয়াতি ভালোবাসা কেন অকালে গর্ভপাত ঘটায়
তাও জেনেছি তোমায় ভালোবেসে।
আমি জানি ঝরাপাতার মতোই কেমন করে পায়ের নীচে পড়ে অকালে মারা যায় স্বপ্নগুলো
কেন মরমর শব্দে ভেঙ্গে পড়ে জীবনের সোপান,
কেমন করে কূল হারিয়ে মৌনতার আঁধারে হাবুডুবু খায় অপূর্ণ আশাগুলো?
বিবর্ণ বিকেলের পেটে রংচটা দুপুরটা অনাসয়ে ঢুকে পড়ে একমুঠো সূখের আশায়
অথচ মূর্খ দুপুর জানে না বিকেলটা গড়ালেই স
মস্ত সূখ হরণ করে নেয় ঘোর অমানিশার রাত।

0 মন্তব্যসমূহ