নূপুর

কুয়াশা ভেজা ভোরের আলো মাড়িয়ে
কে যায় নূপুরের ছন্দ তুলে বাঁকা পথে হেঁটে
শিশির কোমল চোখে বুঝি তার লেগেছে নৃত্যের রং
শীতের হাওয়ায় উষ্ণতা খুঁজে ফেরে প্রকৃতির মাঝে।
দুঃখ নদীর ঢেউগুলো সব পেয়েছে খুঁজে সুখের ঘর
সারা বুক জুড়ে ঝরে যেন আজ ভালোবাসার অশ্রু-প্লাবন।
কোমল মাটির বুকে এলোমেলো ছুটোছুটি, নূপুরের ঝংকার
উদাস বেলায় মন আমার করে শুধু আনচান
ও সখি, বাঁকা পথ ফেলে সোজা পথে আয় নূপুরের ঝংকার তুলে
বিশ্বাসের বুকে আঙুল রেখে চুল সাজিয়ে দিবো ভালোবাসার ফুলে।

0 মন্তব্যসমূহ