তবুও নিজেকে মানুষ বলে দাবী করি

সভ্যতার নোনা জলে ভেসে যাচ্ছে হাসি-কান্নার ইতিহাস
রাতের নিয়ন আলোয় পুড়ে যাচ্ছে মানবিক বোধ
মনুষ্যত্ব হারিয়ে আমরা হয়ে উঠছি আধুনিক যন্ত্র মানব।
মানুষের কান্না দেখে এখন মানুষেই বেশি হাসে
বোধের খেয়াল ভাগাড়ে ফেলে রেখে সভ্যতার পোশাক গায়ে চেপে
আমরা আজও পাড়া দাপিয়ে বেড়াই মনুষ্যত্বের দাবী নিয়ে।
স্বভাবে আমরা নিশাচর পাখির মত
হায়েনার চোখ নিয়ে খুঁজে ফিরি পেলব মাংস
মস্তিষ্কের জটিল কোষ আটকে যায় শয়তানি নেটওয়ার্কে।
আগামীর সুখের তরে অতীত ইতিহাস যাও ভুলে
সময়ের উদরে জমা হয়ে আছে তোমার সব পাপের হিসেব।

0 মন্তব্যসমূহ