ভেঙ্গে যাওয়া বুক পাঁজরের কান্না

সর্বনাশা চোখের দিকে চেয়ো না
ঐ চোখে এখন সহসাই জ্বলে ট্রয়ের আগুন
তীব্র আঁচে উন্মাদ হয়ে গেছে মৃতচাঁদের জ্যোৎস্নাদল
শহুরে জমিনে লেগে আছে তামাটে গন্ধ।
ওপারে বর্ষা নামে শ্রাবণের
জল সংসারে প্রবাহিত হয় বেদনার ঢল
তা দেখে উল্লাসে মেতে ওঠে ন্যাংটা বৃক্ষরাজির দল
এখন ঘাসদের সাথেই গড়ে ওঠে আদিম সখ্যতা
পাললিক পৃথিবীতে কাটাই পলিমাটির জীবন
নীরবে যারা ভালোবেসে যায় সেই বেশ্যাদের বুকে কান পেতে শোন
মানচিত্র থেকে মুছে যাওয়া নদীর মতো
শব্দহীন কান্নায় কেমন করে ভাঙ্গছে তার বুকের পাঁজর।

 
 

0 মন্তব্যসমূহ