নন্দিনী (পর্ব-২০)

আমার দিবস-রজনীর সমস্ত ভালোবাসা জমা রেখেছি তোর আঁচলের নীচে
রূপালি চোখে অশান্ত সমুদ্র দেখে অমিত বিশ্বাসে
দৌড়ে গেছি ডুব সাঁতারে ক্লান্ত হবো বলে।
বুকের পাহাড়ে ঘুমিয়ে থাকা যে কালনাগিনী পুষে করছিস বড় যতনের সাথে
তা দেখে এখন আমার সাপুড়ে হতে ইচ্ছে জাগে।
সত্যি বলছি নন্দিনী
তোর জন্যে আমি সন্ন্যাস জীবনও বেচে নিতে পারি
বিপন্ন ছদ্দবেশ মাড়িয়ে খেয়া নৌকায় পাড়ি দিতে পারি মধ্যবিত্ত জীবনের নদী
তোকে পাওয়ার জন্যে প্রয়োজনে আমি অবিনাশী মন্ত্র নিবো শিখে।
নন্দিনী
তুই শুধু ক্যালেন্ডারের পাতায় লাল কালির চিহ্ন দিয়ে রাখিস
অপেক্ষায় থাকিস বুকশেলফে জমিয়ে রাখা স্বপ্নের ডালি নিয়ে
আসছে মাসের শেষে লাল পেড়ে শাড়ি নিয়ে আসবো কাছে।

0 মন্তব্যসমূহ