মৃত্যুর চেয়ে দামি কিছু নাই

মৃত্যুর চেয়ে দামি আর পৃথিবীতে বেশি কিছু নাই
মৃত্যুর পরেই তো দেখা যায় মানুষ অমরত্ব পায়
কেউ মারা গেলেই তো দেখি তাঁকে নিয়ে
আলোচনা-সমালোচনার ঝড় বইতে
আহ্! লোকটি সত্যিই খুব ভাল ছিল, তার মৃত্যুতে অপূরণীয়
ক্ষতি হয়ে গেল দেশের! কিংবা যাক, বাঁচা গেল, লোকটি মরে যাওয়ায়
সমাজের মঙ্গল হলো, আসন্ন বিপদের হাত থেকে বেঁচে গেল গোটা দেশ।
এমন আলোচনা তো শুধু মৃত্যু ব্যাক্তিকে নিয়েই হয়।
প্রিয় কেউ মারা গেলেই বুঝা যায় তার অভাব জীবনে কতোটা প্রকট
কতোটা বছর তিনি মাথার উপর বটবৃক্ষের মতো ছায়া দিয়ে ছিলেন
তাঁর হিসেব কষি দু’চোখের পানি ফেলে।
মৃত্যুই মানুষকে মহান করে তোলে, যারা মারা গিয়েছিল নৈঃশব্দ্যের কালে
চিতার অগ্নি যাদের পুড়িয়েছিল দেহ আমি তো দেখি
তাঁরা আজও অমর হয়ে আছে।
আমি বেঁচে থেকেই জেনেছি- মৃত্যুর চেয়ে দামি আর পৃথিবীতে বেশি কিছু নাই।

0 মন্তব্যসমূহ