মানুষকে আমি বড় ভালোবাসি

লোকসানের ভাগীদার কেউ হলো না আমার
ঘরে যারা আপন ছিল সুখের দিনে সাথী হয়ে
সুযোগ বুঝে তারা সবাই পিছে ফেলে গেছে চলে
সারা জীবন টানলাম আমি একাই গরুর ঘানি
সুখের সময় কোথা থেকে যেন উড়ে আসে
অচিন দেশের পাখি।
নিষেধের বেড়াজাল ছিঁড়ে সেই পাখিও সময় মত গেছে চলে
একা একা পড়ে আছি আমি অন্ধকার ঘরে,
যখন আমার সবই ছিল তখন চুপিচুপি কথা হতো রাত-বিরাতে
রঙিন স্বপ্নের ফানুস উড়তো ঘুম নেমে আসা দু’চোখের মাঝে।
নিয়মির নির্মম চাপা দীর্ঘশ্বাসে পড়ে
সুখগুলো একেে একে উড়ে চলে গেছে
বিমুগ্ধ পিপাসায় কাতর হয়ে নিশ্চল নিঃশ্চুপ দেখেছি বসে চেয়ে।

0 মন্তব্যসমূহ