সাহিত্যের দীর্ঘশ্বাস

ডানা মেলে উড়ে যাওয়া পাখিদের পালকের ভাঁজে এখন খুঁজে পাওয়া যায়
সুখের প্রচ্ছদ। রোদ্দুর হরণ করে যারা পেতেছে বাঁশ পাতার বহতা সংসার
জীবনের জটিলতায় তাদের নাকি নিত্য উপোস থাকতে হয়। কূটকৌশলের
কাছে পরাজিত হয়েছে পরমাণু বোমা, দীর্ঘশ্বাসে ভারি হচ্ছে জীবনের জয়গান।
স্বর্গবেশ্যাদের হাতে জমা হয়ে আছে পৃথিবীর দীর্ঘ দেনার হিসেব। এখন তো দেখি
প্রতিহিংসার আবাদ ভালোই হয় ধরাধামে। অসহায় ঈশ্বর দু’চোখ মেলে দেখে
মানুষের বর্বরতা। পচে যাওয়া শিল্প দখলে নিবে বলে মিছিলে নেমেছে ঘুণপোকার
দল। বুনো আইল পথ ধরে হেঁটে গেছে যে সব কবি তাঁরা বুঝে গেছে, সাহিত্যের
পাতায় বির্তক উসকে দিলেই কত সহজেই বিখ্যাত হওয়া যায়। বিপরীত স্রোতের
চাপে তারা ভুলে যায় জন্ম ইতিহাস। স্টেজ পারফর্মেন্সে ভুল হয় জেনেও দলে যোগ
দেওয়ার আশায় সাবাশ! সাবাশ! বলে হাততালি দেয়।

0 মন্তব্যসমূহ