আমাকে তোমার মত করে নিও

আমাকে তোমার মত করে নিও
শীতার্ত জানালার কার্নিশে জমে থাকা শিশির কণার মত
সূর্য স্নেহে একটু উষ্ণ আদর দিয়ে বুকে টেনে নিও
আমি না হয় জলের মতই সরল হবো
চৈত্রের তপ্তদিনে তোমার নরম হাতের স্পর্শে
মোমের মত গলিয়ে পড়বো হৃদয় মাঝে।
আমাকে তোমার মত করে নিও
অথৈ জলে ভাসিয়ে দিও জীবনের ছেঁড়া পান্ডুলিপি
মেঘের ছায়ায় সাঁঝের বেলায় অধরে খুঁজতে দিও সুখ
আঁচল খানি মাদুর করে আমায় তুমি বসতে দিও
বুকের মাঝে জড়িয়ে ধরে একটু খানি উষ্ণ হবো
উপলব্ধির তীব্র ক্রোশে সকল পাওনা বুঝে নিও।
আমাকে তোমার মত করে নিও
ছন্নছাড়া মানুষটাকে আশ্রয় দিও বুকের মাঝে
ভরা পূর্ণিমার স্বপ্ন দেখিয়ে অনুভূতি জাগিয়ে দিও
অমাবশ্যার গহীন রাতে আশার আলো দেখিয়ে তুমি
নতুন করে বাঁচতে দিও।

 

0 মন্তব্যসমূহ