কেন বার বার নষ্ট করতে চাও আমার ভবিষ্যৎ

কি চাও তুমি?
ভৌতিক পরগাছার মত সময়ের উঠোন ফুঁড়ে কেন বার বার কাছে আসো
প্রহেলিকা পৃথিবীতে প্রেমের ইতিহাসের যবনিকাপাত ঘটেছে বহু আগেই
উদলা বাতাসে মিশে গেছে মায়া হরিণের সমস্ত চঞ্চলতা
হতাশার ঢেকুর তুলে নিঃশব্দে ডুবে গেছে পানকৌড়ির দল।
খুচরা ক্রেতার ভীড়ে জমজমাট হয়ে উঠেছে টোকাইয়ের ফুটপাতের আসর
চোখে এখন ঘুম নেই আবদ্ধ দেয়ালে থেমে গেছে মানুষের হৃদস্পন্দন
বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছি রাতের জ্যোৎস্না দল।
কেন নিশ্চল সময়টাকে বার বার জাগিয়ে দিতে চাও
বিশ্বাসের ফাঁদে পড়ে কেন খোঁজ করছো মিথ্যে ভালোবাসার?
আমার তো দেয়ার মতো বেশি কিছু নেই
শাদা কফিনে শুধু জড়িয়েছি না পাওয়ার ইতিহাস।
ধর্ষিতা হয়েছে আমার অতীত, বর্তমান হয়েছে ফেরারী
এখন দাসত্বের শৃঙ্খলে কেন বন্দি করতে চাও আমার ভবিষ্যৎ।

0 মন্তব্যসমূহ