বর্ণমালা এবং আমার কবিতা

বিশ্বাস করো আমি তোমার কাছে এসেছি কবিতা লেখা শিখতে
নৈরাশ্যে পতিত মজ্জমান ব্যক্তি একগাছি তৃণ পেলে অাকড়ে ধরে
যেভাবে প্রাণ বাঁচাবার চেষ্টা করে তেমনি প্রান্তবেলায় দু’হাত উঁচু করে দাঁড়িয়ে আছি।
আমাকে কবিতা লেখা শেখাও বর্ণমালা
কাব্যরস পিপাসু অশিক্ষিত তরুণ তোমার সামনে আজ দাঁড়িয়ে
কাব্যমোদি নারী হয়ে কাব্যসুধা আমায় দাও পান করিয়ে।
দাঁতে দাঁত চেপে ব্যাথা বাড়িয়েছি হৃদয়ে
মুদ্রাদোষে হারিয়ে ফেলেছি কবিতার ভাষা।
মাটির জঠরে তাই দেখা দিয়েছে বিশ্বাসের অভাব।
বর্ণমালা এবার তুমি আমায় কবিতায় লেখা শেখাও
আমার কবিতা তোমার হাতের সুতোয় নাচের পুতুল হবে
পাগলা আলোর ঝড় তুলবে খেরো খাতা জুড়ে।

0 মন্তব্যসমূহ