পরিযায়ী সুখ

লেনদেনের খাতায় দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে রাতের হিসেব
পথের ক্লান্তি নেমে আসা দু’চোখ বেয়ে সহসাই গড়িয়ে পড়ছে হতাশার জল
একনিমেষেই এখন নাকি লেখা হয়ে যায় না পাওয়ার দীর্ঘ ইতিহাস
সমস্ত বেদনা ঢেলে দিয়ে সুখগুলো মুঠো ভরে উড়ে নিয়ে যায় পরিযায়ী পাখি
ভরা পূর্ণিমার জোছনার সাথে এখন পাল্লা দিয়ে হাঁটতে বের হয় আঁধারের বেশ্যারা।
পরিযায়ী পাখি কোন অচিন ঠিকানায় যাও উড়ে উড়ে?
বড় অসময়ে না হয় তুমি আর একবার এসো
সেবার আগুনের ইতিহাস নতুন করে লিখবো তোমায় নিয়ে।
কলমের খোঁচায় এখন আর সত্য বের হয়ে আসে না
শুধুই মিথ্যার আনাগোনা বাড়ে হৃদয় জুড়ে
পূজারীর সহজ কথায় মন্দিরে অর্ঘ্য ঢালে না পূণ্যার্থী
অতৃপ্ত আত্মার হাহাকার এখন বেড়ে গেছে ঈশ্বরের গৃহে ।

0 মন্তব্যসমূহ