শহরে কোথাও সুখ নেই

রাত-বিরাতে ঘুমহীন নেড়ী কুত্তগুলো ঘেউ ঘেউ করে ডাকে
বেওয়ারিশ কামে মত্ত হয়ে পড়ে লজ্জাহীন রাতে
যৌবনের জন্যে নয় পেটে বিপুল ক্ষুধা নিয়ে ঘুরে বেড়ায় আঁধারের মেয়ে
স্যাঁতস্যাঁতে চোখে জারজ স্বপ্ন দেখে তার দিন কাটে
এই শহরে একদিন উদোম নদীর দেহ দেখে উড়ে এসেছিল জলহাঁস
প্রথাবদ্ধ নদীর বুকে মুখ গুজে ছিল তেপান্তরের তৃষ্ণা মিটানোর আশায়
শহরে এখন নেড়ী কুত্তা নেই, জলজ চোখে দেখা মেয়ে নেই
নদী নেই, জলহাঁস নেই, পেটের ভিতর কোন ক্ষুধা নেই
বিষাক্ত জরায়ু অবলীলায় হজম করেছে সব দেনা-পাওনার হিসেব।

0 মন্তব্যসমূহ