একটি রাতের গল্প

রূপকথার নির্মাণে সদ্য জন্ম নিল আরও একটি দীঘল কাল রাত
আয়নার সামনে বসে রূপসজ্জা করে আর লাভ নেই
সত্যের শান দেয়া ছুরিতে মরীচিকা পড়েছে শতাব্দি কাল আগেই
বিবর্ণ ঋতু এসে কবেই খুন করে গেছে বসন্তের সকাল।
তারপরেও আমরা ভুলের নামতা পড়ি….
                                    এক………
                                                তিন……..
                                                            পাঁচ…….!
অক্ষর না চিনেই বাল্যশিক্ষা হাতে নিয়ে মহা পন্ডিত সেজে বসে যাই মূর্খের পাঠশালায়।
যৌবনের ক্ষুধা মিটলেই বাহবা পাওয়ার কিছু নেই
কেননা বেশ্যাদের কাছে প্রতিটা রাত্রি হাজির হয় যৌবনের বিপুল ক্ষুধা নিয়ে।

0 মন্তব্যসমূহ