কেউ মুমূর্ষু গোলাপ হতে চায় না

মুমূর্ষু গোলাপগুলো তারপরেও হেসে ওঠার চেষ্টা করে শেষ বারের মতো। ঝরে পড়ার আগেই কোন অষ্টাদশীর খোপায় আশ্রয় পাওয়ার আশায় স্বপ্ন বুনে চলে অবিরাম। সঙ্গীহারা হচ্ছে বলে কাঁটাগুলো বড় অসহায় ভাবে তাকিয়ে রয়, বটবৃক্ষের ন্যায় যারা এতোদিন ছায়া দিয়ে বাঁচিয়ে রেখেছিল তাদের।
যাওয়া-আসার মাঝে কোন সুখ নেই। ফেলে আসা অতীত, ঘটমান বর্তমান, ভবিষ্যতের আশা মানুষের জীবন মূলত এই তিনটি বিষয়কে ঘিরেই আবর্তিত। যদিও অন্যের তরে নিজেকে বিলিয়ে দেয়ার মাঝেই সব সুখ নিহিত। কিন্তু এখন এতো সময় কোথায়? কেউ আর এখন মুমূর্ষু গোলাপ হতে চায় না। সবাই কাঁটা হয়ে অন্যের শরীরে বিঁধে থাকতেই পছন্দ করে।

0 মন্তব্যসমূহ