নির্ভরতার শেষ ঠিকানা

আমায় ছেড়ে কতদূর যাবে তুমি
দিগন্ত জুড়ে প্রসারিত করে রেখেছি দু’হাত
করুণা-ভিক্ষা নয় বেদনার শিশির কণা
মুঠো ভরে নিতে উন্মুখ হয়ে আছি বসে ।
কষ্টের হাহাকার বুঝি বেড়ে গেছে হৃদয় জুড়ে
আগুনের লেলিহান শিখায় পুড়ে যাচ্ছে কি স্বপ্নের ঘর
অন্ধ গুহা থেকে কি বের হচ্ছে অতৃপ্তের হাহাকার
বিবাগী মৌনতার দীর্ঘশ্বাস উঠছে কি ছিন্ন সমাধি থেকে
একফালি কালো মেঘে ছেয়ে বুঝি সুখের ইতিহাস?
ওগো দুঃখী মেয়ে, মনের ভিতরে কষ্ট রেখনা পুষে
সহসাই তোমার উঠান জুড়ে উঠবে হেমন্তের রোদ
সাদা-কালো কষ্টের নহর অচেনা যুগল স্বপ্নের স্রোতে যাবে ভেসে
পরম নির্ভয়ে যদি আমার হাত দু’খানি নাও বুকে টেনে।

0 মন্তব্যসমূহ