কাব্যের কায়া

চুপ! কাব্যিক জগতে এতো অ-কাব্যিক কোলাহল হচ্ছে কেন?
কাব্য দেবী ভয় পেয়ে দূরে চলে গেলে শূন্য মাথা নিয়ে পড়ে থাকতে হবে।
শুধু শুধু কপাল পুড়িয়ে জীবনের গল্প বাড়িয়ে লাভ নেই
ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে মিথ্যার মোড়কে বাঁধা এ সব কাব্য।
বয়স তো কম হয়নি যতোটুকু পড়েছি, জেনেছি, শুনেছি তাতেই বুঝেছি
কাব্য দেবী কখন কার বুকে এসে মাথা এলিয়ে শুয়ে পড়ে নিশ্চিন্ত মনে।
ধানাই-পানাই অনেক করেছো কবিতাকে ব্যবচ্ছেদ করেছো শতবার
কিন্তু নির্দিষ্ট সংজ্ঞায় আটকাতে পারনি।
এবার কাব্যে অবধান করলেই অবভাস হবে কবিতার
ছড়িয়ে ছিটিয়ে আছে যতো অবলী শব্দ
শৃঙ্গ আকারে আবলী হয়ে শরদিন্দুর ন্যায় ছড়িয়ে আভা
দেখা দিবে এবার একটা কবিতার কায়া।

0 মন্তব্যসমূহ