মানুষ সাবধান হও

হ্যামলিনের নেংটি ইদুরের মতো মানুষের ভালোবাসা
হৃদপিন্ড থেকে সেই কবেই হুস্ করে বের হয়ে গেছে।
স্তব্ধ প্রহরে ঠোঁটে কৃত্রিম হাসি মেখে সনাতনী প্রেম
বখতিয়ারের ঘোড়ায় চেপে চলে গেছে বৈদিক যুগে।
সমুদ্রের গর্জন শুনে ভয় না পেয়ে উল্টা ডানা ঝাপটায় রোদে পোড়া গাঙচিল
নিশি ভোর হচ্ছে না দেখে প্রতিদ্বন্দ্বী নগ্ন বাহুর উষ্ণতায়
অবিশ্বাসী পুরুষের বিশ্বাস বেড়ে যায় দেড়গুন।
অপার অন্ধকার থেকে নক্ষত্র দিকে ধেয়ে আসছে অতৃপ্ত প্রেতাত্মার দল।
পুরনো মুখে এখন দিন বদলের গান শুনি হরহামেশাই
জীয়ন কাঠির ছোঁয়ায় মূহুর্তে নাকি বদলে যাবে জীবন
অথচ উর্দির আড়ালে বিষন্ন হাসি হেসে লুটিয়ে পড়ছে মানুষের দেহ।
মানুষ সাবধান হও কাশফুলের মনোরম ছোঁয়ায় যদি আরও কিছু দিন বাঁচতে চাও।

0 মন্তব্যসমূহ