যদি পাশে থাকো নন্দিনী (পর্ব-১৯)

নন্দিনী
যদি চাও তোমার আমীলিত ওষ্ঠাধরে জমা রাখতে পারি ভালোবাসা
বিশ্বাস করে হাতটি ধরলে মূহুর্তেই পাড়ি দিতে পারি তেপান্তরের মাঠ।
কারো হিম্মত নেই, নেই কোন তান্ত্রিক এ পথ সহসাই আটকে দিতে পারে
তামাম দুনিয়া তাবাহ্ করে দিবো আসে যদি কেউ সামনে।
নন্দিনী
জন্মান্তরবাদে আমার বিশ্বাস নেই, ভগবান কি জিনিস আজ জানি না
জাতপাত সব গেছি ভুলে, ভালোবাসা ওসব মানে না।
জাঙ্গুলীও আজ মাথা নীচু করে হস্ত চুমিয়া করিছে আর্শিবাদ
যাও বেটা যাও সামনে এগিয়ে অপেক্ষায় আছে ভবিষ্যৎ।
আমি তো জেরবার জানোয়ার নই, সহসাই পড়ি না নুয়ে
শুধু বুকের ভিতর সদা ডিগডিগ করে তোমাকে হারানোর ভয়ে।
ভয় নেই নন্দিনী, তান্ত্রিক তিরস্করিণী শিখিনি তো কি হয়েছে
দু’বাহুতে আছে ভীষন বল, কপালে আছে আঁকা ভালোবাসার তিলক।
জয় মোদের সুনিশ্চিত তুমি যদি রও পাশে।

0 মন্তব্যসমূহ