গুচ্ছ কবিতা

ভয়
……………
তুমি যেমন নারী তেমনি একজন মানুষও বটে
আর মানুষকেই আমার সবচেয়ে বেশি ভয় হয়।
স্পর্ধা
……………….

তোমার নীরবতায় স্পর্ধা বেড়ে গেছে আমার।
কোথাও যাওয়ার জায়গা নেই
…………………………………..
পালিয়ে যাবে কোথায়?
ধরণীটা গোল ঘুরে-ফিরে কাছে আসতেই হবে।
সময়-অসময়
………………………..
ভয়ের আনা-গোনা বেড়ে গেছে শতগুন
নাভিশ্বাস অবস্থা সৃষ্টি হয়েছে সময়ের
বড়ই অসম সময়ে তুমি আসতে চাচ্ছো বলে।
আশ্রয়
………………..
এখন নয়, আরও কিছুদিন পরে এসো
নির্ভরশীল বুকে শেষ বারের মতো মাথা রেখো।
ভালোবাসার নির্জনতা
………………………………
বিষন্ন রাতে তোমার অবাক করা ভালোবাসা দেখে
ফিউজ হয়ে যাওয়া বাতিগুলো একত্রিত হয়
দপ করে একসাথে জ্বলে উঠবে বলে।
প্রতারক প্রেমিক
……………………
বোবা ভালোবাসা কে তুমি খুন করে ফেল
তাতে আফসোস নেই
কিন্তু দোহাই, আমাকে মেরে ফেল না
তুমি চলে গেলে তখন ভালোবাসবো কাকে?
মরে যাও
……………
‘বেঁচে থাক’ এমন করে বলতে পারছি না বলে দুঃখিত
তুমি মরে যাও সেই ভাল।
স্বার্থপর
………………
’স্বার্থপর’ মুখ থেকে খুব সহজেই শব্দটি বের হয়ে আসে
অথচ একবারও অন্যের দুঃখ নিয়ে আমরা ভাবি না।
চুল
………..
বয়স বাড়লে ঝরে পড়বেই
যৌবন একদিন না একদিন ক্ষয়ে যাবেই।

0 মন্তব্যসমূহ