পুরনো ডায়রি

কালের সাক্ষী পুরনো ডায়রিটা এখনও অযত্নে পুষে রেখেছি বুকের ভিতর
অধঃ পতনের অভিঘাতে কুকড়ে যাচ্ছে তোমার প্রান্তিক ভালোবাসা।
অসহায় ক্রোধের অগ্নি রচনা করতে ব্যস্ত ব্যর্থতার গণসঙ্গীত
কচি মুখে শব্দের খই ফোটা ভালোবাসার কথাগুলো জমা হয়
একটি রূপকথার গল্প রচনা করবে বলে।
কলম সঙ্গী উদাসী নির্জন রাতে কত কথাই না বল হতো ডায়রির সাথে।
জানালার কার্নিশ বেয়ে বিছানায় নেমে আসা ল্যাম্পপোস্টের আলো
সেদিন লজ্জা পেয়ে মুখ লুকিয়েছিল মেঘের ছায়ায়
ভুল করে সেদিন তারিখটা লিখিনি যেদিন আমার প্রণম্য ভালোবাসাকে
অবহেলায় দিয়েছিলে দূরে ঠেলে।
ডায়রিতে লিখে রাখা হলুদ শব্দের পাতাগুলো হঠাৎ করেই আজ দিশেহারা
পৌরণিক আবহাওয়ায় মলাট হয়েছে উধাও;
দু’একটা পৃষ্ঠাও আধ খাওয়া করেছে উইপোকা।
হতাশার দীর্ঘশ্বাসে বন্দি হয়ে পড়েছে সুখ-দুঃখের সাতকাহন
তারপরেও সবকিছুই জীবন্ত হয়ে আছে,
শব্দের খেলা জমা আছে স্মৃতির পাতায়।
তোমার উর্বর মস্তিষ্কের ভালোবাসা দূরে চলে গেছে অন্তরীক্ষের ইশারায়
আমার বোবা ভালোবাসা বন্দি হয়ে আছে পুরনো ডায়রির পাতায়।

0 মন্তব্যসমূহ