গন্তব্য জানা নেই

ঘাতকের কাঁধে এখন শোভাবর্ধন করে চলে বিশ্বাসের লাশ
অমাবশ্যার দীর্ঘ রাত হেঁটে যায় তেপান্তরের পথে
জীবনের রং-ঢং বন্দি হয়ে আছে সাদা কফিনে
তারপরেও আমরা সন্ধির পতাকা উড়িয়ে অবলীলায় গাইছি জীবনের জয়গান।
হিমঘরে বন্দি হয়ে আছে মানবিক অনুভূতি
বিষাক্ত নখের আঁচড়ে দ্বিধা বিভক্ত নির্বোধ সমাজ
কিশোরীর কপোল বেয়ে শিশিরের জলের মতন নিঃশব্দে
গড়িয়ে পড়ছে গোধূলিবেলার চোখের পানি
বুকের কার্নিশে জমা আছে তার অবিশ্বাসের ইতিহাস।
রাত্রির বিভাজনে নিঃশ্বাসের উষ্ণতায় আদিম সুখ খুঁজে নিষিদ্ধ মেয়ে
আঁধার সময়ে শরীর বিকিয়ে পেট ভরাবে বলে
পরম নির্ভয়ে পরপুরুষের বুকে মাথা রাখে
নৈঃশব্দের গান গেয়ে চাতক পাখির মতন চেয়ে থাকে অনিশ্চিত ভবিষ্যৎ গন্তব্যের দিকে।

0 মন্তব্যসমূহ