পাঠকই কবিতার জন্মদাতা

তুমি চোখ মেলে চাইলেই আমার কবিতারা পরিপুষ্ট হয়
ভাষাহীন নিশ্চুপ রাত্রিতে স্লোগানে স্লোগানে ভরে ওঠে খেরো খাতা।
প্রিয়ার গোপন শাসনে বিশ্বাসী শব্দরা আশ্রয় খুঁজে পায়
শৈল্পিক রূপায়ণে কবিতা হয়ে ওঠে পাঠকমনের প্রতিধ্বনি।
তুমি পড়লেই বন্ধ্যা কবিতাগুলো সহজেই হয়ে পড়ে গর্ভবতী
যান্ত্রিক শব্দগুলো অতিমাত্রায় মানবিক হয়ে ওঠে।
কবিতা পাঠের আগ্রহ দেখালেই শব্দরা নির্লজ্জ হয়ে ওঠে
অনন্য সুন্দর গর্ভবতী কলমের ডগা থেকে জন্ম নেয় শত শত শব্দ।

0 মন্তব্যসমূহ