ভোগবাদী ভালোবাসা

প্রেমের স্বরূপ সহজে বুঝতে চায় না ভোগের আশায় দন্ডায়মান মেয়ে
স্বপ্ন রাজ্যের সুখ বাতাসে উড়িয়ে ঠোঁটে নিয়ে ঘোরে অতৃপ্তের হাসি।
অন্তরের প্রদীপ নিভে দিয়ে সাজো তুমি আঁধারের প্রেমিক
লজ্জার অন্তর্বাস খুলে প্রগলভা চাঁদের শরীরের খোঁজ সুখের নদী।
ভালোবাসাকে নিলামের বাজারে উঁচু দরে বিক্রি করে নদীপথ পাড়ি দেয়া অত সহজ নয়
দিগভ্রান্ত নাবিকের মত শুধু শুধু অতল সাগরে হারিয়ে যাবে।
উম্মত্তের মতন লন্ডভন্ড করে রাত্রির শরীর
নগ্ন ‘ভোগ’ এর প্রচ্ছদে উঠবে তোমার অশরীরী মূর্তি ।
শরীরী কাঠামো নয় দলছুট নির্বাসিত ইচ্ছেরা স্মৃতির অসুখে ভোগে
সময় এখন পাগলা ঘোড়ার মত দুরন্ত বেগে ছুটে চলে।
আঁধারের রাত্রি যখন থামিয়ে দিবে সময়ের ঘড়ি।
চন্দনসুগন্ধী মাখা বিলাসী ঠোঁট চৈত্রের দাবদাহে শুষ্ক হয়ে যাবে।

0 মন্তব্যসমূহ