কষ্ট এলে আমায় স্বরণ করিস

যখন আমি থাকবো না তখন তোর বিবমিষা আসতে পারে
সুখের স্মৃতিগুলো গুলিয়ে উঠতে পারে পেটের ভিতর
যদি এমন হয় তবে একটা নরম বালিশ পেটে চেপে ধরে রাখিস
আমার হাতের ছোঁয়ার মতই তোর নরম শরীর শান্ত হয়ে যাবে।
যদি কখনও আমায় স্বপ্ন দেখে তোর ঘুম ভেঙ্গে যায় মাঝ রাতে
অজানা আশঙ্কায় যদি শরীর ওঠে কেঁপে
তবে জেনে রাখিস মেঘপরী হয়ে ছুঁয়ে যাব তোর মনের গহীন কোণে।
বড় অবহেলায় যদি কোন দিন রোদ রঙা পাতাগুলো যায় ঝরে
প্রলম্বিত প্রহরে দুর্বেধ্য প্রাচীরে যদি আটকে যায় কষ্টের নহর
তখন আমায় স্বরণ করিস মেয়ে, পায়রার মতন নরম সুখে
শরতের শাদা মেঘে তোরে সাথে নিয়ে যাবো ভেসে।

0 মন্তব্যসমূহ