অপেক্ষার প্রহরে

বাবা আমার নিঃশ্চুপ নিরুত্তাপ
চোখে তার অনন্ত প্রতীক্ষার ঢেউ করে খেলা
বুক জুড়ে বইছে মরুভূমির লু হাওয়া।
গতরাতে সোনামণির ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখীর ঝড়
থেঁতলানো স্বপ্ন, লন্ডভন্ড জীবন নিয়ে পরগাছার মত বেঁচে থাকা।
মায়ের মুখে কোন কথা নেই আজ তিনি বোবা
দু’চোখে শত্রু হননের তীব্র জিঘাংসা।
আঙিনা ভর্তি মানুষের পদচারণা
………………………..চলছে কানাঘুষা
……………………………………..ফিসফাস আওয়াজ
রাত বাড়তে থাকে তার নিজের নিয়মে।
সুশীল সমাজ নিন্দা জানায়
সারা দেশে প্রতিবাদের ঝড়, মানব বন্ধন
হন্তদন্ত হয়ে ছুটে আসেন রাজনীতিবিদ, থানার বড়কর্তা।
বিবৃতির খই ফোটে, পত্রিকার পাতায় লিড নিউজ
……………………………….আবার জনতার মাঝে ফিসফাস
…………………………………………………………………..গুঞ্জন।
দিন যায়…….
……………..মাস যায়
……………………এভাবে বছর ঘুরে আসে
বাবার চোখে এখন একশ বছরের ক্লান্তির ঘুম
মায়ের চোখের জল শুকিয়ে পাথর।
বাঁচার আকুতি ভরা সোনামণির অতৃপ্ত আত্মা
অভিশাপ দিয়ে যায় নোংরা সভ্যতাকে।

0 মন্তব্যসমূহ