ঈশ্বর ছুঁয়ে দেখতে চাই

ঈশ্বর ছুঁয়ে দেখবো বলে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি
তৃষিত অন্তর নিয়ে পিরানহা মাছ হয়েছিনমরূদের মশা গিলে খাওয়ার জন্যে
তোমার এই নশ্বর দেহখানা নিয়ে কোথায় পালিয়ে যাবে মানবপালাবার পথ নেই কুহুকের সব অজানা পথ জানা হয়ে গেছেআমি ঈশ্বর দেখবো বলে বিনিদ্র রজনী কাটিয়েছিচাতক পাখির মতো চেয়ে থেকেছি উর্ধাকাশের দিকেযোগী সেজে তপস্যায় বসে আছি চন্ডিদাসের মতো

সূর্যালোকে কেঁপে ওঠা আহত শিশিরের মতোঅস্তিত্বের সংকটে পড়ে সঠিক গন্তব্য গেছি ভুলেঈশ্বর ছোঁব বলে বিগত দিনের পাঁজর ভাঙ্গা পাপ রাশিনিজ হাতে ডুবিয়ে দিয়ে এসেছি গঙ্গার জলে
অর্থের বৈভবে শায়িত সুখ নির্বাসনে পাঠিয়ে দিয়েনাম-পরিচয়হীন জনাকীর্ণ এক লাশ হয়ে পড়ে আছি মর্গে
তবুও আমি ঈশ্বর ছুঁয়ে দেখতে চাই

0 মন্তব্যসমূহ