মেয়েরাও কবিতা হয়ে ওঠে

দুপুরের তপ্তরোদে পিচঢালা পথে গরমের হলকা লাগে মনে
নিরপেক্ষতার কোন বাছ-বিচার নেই শব্দের খই ফোটা মুখে।

মেয়েরা নাকি একটু বেশিই কথা বলে..........
কামনার ইতিহাস ভেদ করে সুখ খোঁজে পুরুষের বুকের মাঝে,
অনেক দিন ধরেই ভাবছি তোমাদের নিয়ে একটা কবিতা লিখবো
শরীরে শরীর ঠেকিয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকা শব্দগুলো একটা ভাষা খুঁজে পাবে।
অথচ সংক্রমনিত অবক্ষয়ে বিপন্ন বিস্ময়ে কবিতা চেয়ে থাকে
দেমাগ দেখায় তোমার মতো করে।

এখন আমি....
কবিতা আর তোমার মাঝে কোন পার্থক্য পাই না খুঁজে।

0 মন্তব্যসমূহ