ভাল থাকার অভিনয়

এক আকাশ কষ্ট নিয়ে বুকে, চিকন কাষ্ঠ হাসি হেসে
ভাল থাকার অভিনয় করে যাই জগৎ সংসারে।
শত দুঃখ গিলে খাই সর্বভূক প্রাণীর মতো করে
মনের অন্তর্বাস ছুঁয়ে জমে থাকা কষ্টের জল শুরার পেয়ালায় ঢেলে
আমরা বলি ভাল আছি।

লোহিত রক্তের স্রোতে ভেসে যাওয়ার পরও
মহান নেতা সেজে খুনিকেও দিচ্ছি ক্ষমা করে
সংসারে সং সেজে দিব্যি অভিনয় করে যাচ্ছি 
পৃথিবীর রঙ্গমঞ্চে বিচিত্র ভঙ্গিমায় গাইছি মনোরঞ্জনের গান।

বেঁচে থাকাটাই যেখানে মূখ্য সেখানে মনুষ্যত্বের কানাকড়িও দাম নেই
চোখে চোখ রেখে আবেগাপ্লুত সংশয় ছাড়াই যখন বলি আমি দিব্যি ভাল আছি।

0 মন্তব্যসমূহ