নিষিদ্ধ কথামালা

ঔদ্ধত্যের যতো অমোঘ নিয়ম অমঙ্গলের যতো আকর
রূপের আধার নারী সে যে ভীষণ ক্ষতি কর।
পেটে বিপুল ক্ষুধা এরা নিয়ে ধরণী বেড়ায় চষে 
ভাবজগতের জয়োচ্ছ্বাসে।
তারপরেও দেখি গল্প, উপন্যাসে, কবিতার ছন্দে ছন্দে 
পুরুষ লেখকরা বেশ আনন্দ নিয়েই লেখে-
নারী, আমায় ক্ষমা করো তুমি
অক্ষম লজ্জায় আমি তোমার সামনে অপরাধীর মত আজ দাঁড়িয়ে।

ধিক পুরুষ! ধিক্কার জানাই তোমায়
কিসের এতো লজ্জা তোমার, কিসের অপমান
কোন অপরাধে অপরাধী তুমি, ধূলায় মিশিয়ে দিচ্ছো নিজের সম্মান।
সম্মান! সেতো শুধু নারীদের নয় পুরুষের ও যে আছে
এই বিশ্বাসটি তোমাদের মনে জন্মাবে আরও কবে?

নারী যেমন মায়ের জাত পুরুষও তেমনি পিতার
তবে পুরুষেই কেন শুধু হবে দোষী নারীত্বের অপমানে,
নারী, সমান দোষী নাইবা হলে একটু হলেও তো তুমি অপরাধী
স্বার্থের বাঁকা হাসি শুধু পুরুষ হাসে না নারীরা ও হেসে খায় গড়াগড়ি।

0 মন্তব্যসমূহ