মানবাত্মা পরিশুদ্ধ করে এসো তুমি

আর একবার কাঁদতে এসো তুমি
মিছেমিছি নয় সত্যিকার চোখের জল ফেলবে সেদিন
চোখে অশ্রুর বর্ষা নামিয়ে আমায় স্নান করে দিও
চাতক পাখির মতো চেয়ে থাকা তৃষিত হৃদয়টা ভিজিয়ে দিও
সমুদ্রের বিশাল জলরাশি সেদিন তোমার কাছে হেরে যাবে
পাথরের বুক ছিঁড়ে বের হবে কান্নার ঢল।
আর কোন দিন বলবো না আমায় আরও কিছুটা সময় ভিক্ষে দাও
নষ্ট শব্দের কথামালা ঝেড়ে মুছে দাও কবিতার অবয়ব
জলের শরীরে আঁকা কামের আগুন নিভিয়ে দিয়ে
শুশ্রূষাহীন দুঃসময়ের পথের সাথী হবো না কোনদিন।
দিনযাপনের গ্লানির মাঝেও রেখে যাব কিছু স্মৃতি
ভালোবাসার কিছু সরল অংক তুমি অযথাই করেছো জটিল
সোনালী ছনের ঘরে জ্বালিয়ে দিয়েছো দুঃখের আগুন
অনন্তকালের অভিমান ঝেড়ে দিয়ে লজ্জায় অনুতাপে যেদিন তুমি
পরিপুষ্ট প্রেমিকা হবে সেদিন আমার শরীরের ঘ্রাণ নিতে এসো।

0 মন্তব্যসমূহ